আসুন খুশি বিলির স্বপ্ন দেখি

বিচার করবে সময়, আপনি কতদূর যাবেন। কিন্তু দূরে যে যাবেন, আপনার দূরে যাবার স্বপ্ন কোথায়? স্বপ্নই যদি না থাকে- প্রতিদিন ঘুম থেকে উঠে, ঘুমোতে যাওয়ার আগে কোন মাথায় স্নেহের পরশ বুলাবেন? কে সামনে চলার তাড়না দিবে রোজ?

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে বলি। ছেড়া বিছানায় শুয়ে অনেক মানুষের জীবনে খুশি বিলির ইচ্ছের কথা বললে কেউ হাসাহাসি করে, তাচ্ছিল্য করে। করুক না, কিচ্ছু যায় আসে না। বুকের ভেতর যে একটা হৃদয় আছে না? স্বপ্নহীন হলে ওখানে হাহাকার লাগে, শূণ্যতার চাপ বাড়ে। কিচ্ছুতে প্রশান্তি না পাওয়ার অনুভব তীব্র থেকে তীব্রতর হয়। তাই আসুন সুন্দর স্বপ্ন দেখি। স্বপ্ন পথ দেখায়।

কেউ কেউ হয়তো আগে থেকেই শুদ্ধ। আমি শুদ্ধ ছিলাম না; বই পড়ে, জেনে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি মাত্র। নিম্নমধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় নানা টানাপোড়ন দেখেছি, দেখছি। জীবনকে শুধু যাপনই করা হয়নি, উপলব্ধি করে আসতে হয়েছে। মাধ্যমিকে পড়াশোনা প্রায় ছেড়ে ইলেকট্রিক কাজে চলে গিয়েছিলাম- আল্লাহ না চাইলে, বুকের ভেতর স্বপ্ন না থাকলে আর ফিরতে পারতাম না।

শুধু জীবিকা উপার্জনের জন্য শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে চিন্তা করা শেখার জন্য, নতুন কিছু ভাবতে পারার জন্য। অনেকে পড়ালেখা না করেও প্রচুর উপার্জন করতে পারে। শুধু উপার্জন দিয়ে মানুষ মাপা ঠিক না। বিত্তশালী হয়েও সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণকর কিছু ভাবতে না পারা, করতে না পারা অর্থবহ জীবন হতে পারে না।

সন্তোষভাজন বান্দা হতে গেলে অন্যের জীবনে কল্যাণ পৌঁছে দিতে কাজ করতে হবে। আসুন সাধ্যমতো খুশি ছড়াই…