পরিবারে শান্তি না থাকলে সমস্ত পৃথিবী মিলেও তাকে শান্তি দিতে পারে না। দিনে দিনে সুখী দেশের তালিকায় নিচে নামছে বাংলাদেশের নাম। কলহ, বিচ্ছেদ, অশান্তি যেন পরিচিত কোনো দৃশ্য হয়ে উঠছে প্রতিটি পরিবারে। এই অশান্ত সময়ে একটি প্রশান্তির নীড় যেন বহু প্রত্যাশিত কিছু। সুখী একটি পরিবার গড়ে তুলতে পড়ুন- পারিবারিক সুখের আয়না।
সামাজিক পেক্ষাপট নিয়ে রচিত বইটি প্রতিটি তরুণ-তরুণীকে জীবন নিয়ে ভাবতে বাধ্য করবে। দেখাবে আধুনিক সভ্যতা ও পশ্চিমা সংস্কৃতি সুখ সম্পর্কে যে দর্শন আমাদের দিচ্ছে তা সত্য নয়। বরং তারা নানা বিপ্লবের ফাঁদে ফেলে আমাদের সুখটুকু ছিনিয়ে নিচ্ছে।
বইটি পড়ে প্রতিটি পাঠক হৃদয়ে একটা শপথ জাগুক- “একা ভালো থাকতে চাই না। আমার অনেক হাসিমুখ চাই, অনেক অনেক।”
চলো জীবন ছুঁই… তারপর? বেঁচে থাকি মানুষের হৃদয়ে… অতঃপর? না থাকার কোনো এক কালে কেউ মনে করে দুআ পাঠাবে…
বইটি রকমারী, ওয়াফিলাইফ সহ যে কোনো বুকশপ থেকে কিনতে পারেন।
দিকেদিকে আদর্শ ও নৈতিক মূল্যবোধের সংকট। আজেবাজে কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে আমাদের শিশু-কিশোর। ইন্টারনেট সংস্কৃতির কুপ্রভাবে বিগড়ে যাচ্ছে তাদের মনস্তত্ব। একটা সম্ভাবণাময় প্রজন্ম বেড়ে উঠছে জীবন ও নৈতিক শিক্ষার নিদারুণ ঘাটতি নিয়ে!
নতুন প্রজন্মের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কিছু করণীয় আছে। সুন্দর আগামী গড়ে তুলতে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে তাদেরকে বড় করে তোলার কর্তব্য আছে।
এই বইতে সহজ ও ছন্দময় ছড়ার ভাষায় শিশু-কিশোরদের উপযোগী করে ইসলাম ও নৈতিক শিক্ষার কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি। কোমলমতি বাচ্চাদের চারিত্র গঠনে বইটি কিছু হলেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। রব্বে কারীম এই প্রচেষ্টা কবুল করুণ।
“আমি একটি বইয়ের নাম”
একটি ইসলামি উপন্যাস! সমসাময়িক চাঞ্চল্যকর নানা পেক্ষাপট চিত্রায়িত করার চেষ্টা করছি। বইটি নিবেদন করবো আমাদের মুসলিম বোনদের তরে। মেয়েরা এই সমাজের, পরিবারের বোঝা নয় বরং তারা অমূল্য রত্ন। পরশ পাথরের ন্যায় মানুষ গড়ার কারিগর। অসামান্য যাদু, ধৈর্য, মমতা আছে তাদের সত্তার মধ্যে।
আকাশ সংস্কৃতির কু-প্রভাব মেয়েদের সুস্থ্য-সুন্দর মনন-মগজ বিনষ্ট করে দিচ্ছে। নারীদের চিরায়িত স্নেহময়ী সত্তাকে পুঁজিবাদের চক্র নষ্ট করে দিচ্ছে। রঙমহলে ডেকে কোমল সত্তাকে বাণিজ্যের বস্তুতে রূপান্তর করছে।
পুরো উপন্যাস জুড়ে, দরদ ভরে নিবেদন করেছি কিছু কথা। যদি ভুলের পথে থাকা কোনো বোনের হৃদয় কুঠিরে ফের একটু শুভবোধ জাগ্রত করে উজ্জীবিত করে তুলে। তবেই এই প্রচেষ্টা স্বার্থক হবে ইনশাআল্লাহ।
“একা ভালো থাকতে চাই না। আমার অনেক হাসি মুখ চাই, অনেক অনেক”